images

সারাদেশ

রংপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুর-৩ ও রংপুর-৪ আসনের তিনজন করে মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে এই দুই আসনে ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন

রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাসদ (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং রংপুর-৫ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম, বাসার, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) মো. আব্দুস ছালাম।

রংপুর-৩ (সিটি-সদর) আসন মনোনয়ন বৈধ হয়েছে ৭ জন প্রার্থী। বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক।

আরও পড়ুন

ফরিদপুর ৩ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে মনোনয়ন বৈধ হয়েছে ৭ জন প্রার্থীর। বৈধ প্রার্থী হলেন, বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান, বাসদ (মার্কসবাদী )প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহা। 

এ বিষয়ে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, আজ সকালে রংপুর-৩ আসন এবং বিকেলে রংপুর-৪ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে রংপুর-৩ ও রংপুর-৪ আসনের তিনজন করে মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এই দুই আসনে ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন ওই প্রার্থীরা।

শনিবার সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) ও বিকেলে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মনোনয়ন যাচাই-বাছাই রয়েছে।

প্রতিনিধি/এসএস