শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফরিদপুর ৩ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

ফরিদপুর ৩ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

সংসদীয় আসন ২১৩ ফরিদপুর-৩ সদর আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাইয়ে নমিনেশন ফর্ম জমাকৃত ছয় প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতসহ পাঁচজনের নমিনেশন ফর্ম বৈধ ঘোষণ করা হয়েছে। এ সময় এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই হয়। এসময় সদর আসনের সব প্রার্থীর উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


thumbnail_1000183847

জেলা রিটার্নিং কর্মকর্তায় মো. কামরুল হাসান মোল্লা জানান, দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৫ প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।

আরও পড়ু

বরিশালের তিনটি আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ২

নিজ নিজ মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুল তাওয়াব।


বিজ্ঞাপন


তারা দুইজনেই বলেন, আজ অবধি নির্বাচনি পরিবেশ সুন্দর আছে, প্রশাসনের চলমান কার্যক্রমে আমরা খুশি। আশা করছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর