images

সারাদেশ

ফরিদপুর ৩ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

জেলা প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

সংসদীয় আসন ২১৩ ফরিদপুর-৩ সদর আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাইয়ে নমিনেশন ফর্ম জমাকৃত ছয় প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতসহ পাঁচজনের নমিনেশন ফর্ম বৈধ ঘোষণ করা হয়েছে। এ সময় এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই হয়। এসময় সদর আসনের সব প্রার্থীর উপস্থিত ছিলেন।

thumbnail_1000183847

জেলা রিটার্নিং কর্মকর্তায় মো. কামরুল হাসান মোল্লা জানান, দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৫ প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।

আরও পড়ু

বরিশালের তিনটি আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ২

নিজ নিজ মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুল তাওয়াব।

তারা দুইজনেই বলেন, আজ অবধি নির্বাচনি পরিবেশ সুন্দর আছে, প্রশাসনের চলমান কার্যক্রমে আমরা খুশি। আশা করছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

প্রতিনিধি/এসএস