images

সারাদেশ

অপরিচ্ছন্নতায় খাবার পরিবেশন ‘মিরসরাই ক্যাফে'কে দশ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম

মিরসরাইয়ে অপরিচ্ছন্নতায় খাবার পরিবেশন ও খাবার সংরক্ষণ করায় ‘মিরসরাই ক্যাফে'কে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন

কুমিল্লায় অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ১

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসদরে অবস্থিত মিরসরাই ক্যাফেতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরসরাই ক্যাফের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করে অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

thumbnail_IMG-20251231-WA0037

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব খাবার হোটেল ও রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি মেনে ব্যাবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস