বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ১

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে।  

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে। 


বিজ্ঞাপন


পরে কোতয়ালী থানার গাজীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৭ হাজার ৮শত পিস ইয়াবাসহ আ. কাদের তপু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পৃথক অন্য একটি অভিযানে, কোতয়ালী থানার রাজমঙ্গলপুর এলাকার মাদক কারবারি জসিম খন্দকার এর বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর