images

সারাদেশ

গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

ডেভিল হান্ট ফেস-২ এর অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা রেজাউল করিম (৪৫) ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার হোসেন ব্যাপারীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলের উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

গ্রেফতার রেজাউল করিম তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সারোয়ার ব্যাপারী শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কী অপরাধে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।

প্রতিনিধি/এসএস