বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া যুবক মেরী গোপিনাথপুর গ্রামের শরীফপাড়ার মৃত শরীফ আ. হকের ছেলে।
 
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফারুক আলম জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল শরীফ তৌহিদুল হকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অস্ত্রটির বাঁট ও ব্যারেলের দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি। এই অবৈধ অস্ত্রটির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর