জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রোয়াংছড়ি ইউনিয়নের দুর্গম তুলাছড়ি পাড়া বাসিন্দার দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, খ্রিষ্টান ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে চার বছর আগে উপজেলার দুর্গম পাহাড়ের তুলাছড়ি পাড়ায় একজন ইসলাম ধর্ম প্রচারক হিসেবে নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা ধর্ম প্রচারণার কাজে নিয়োজিত ছিলেন। ২০১৮ সালের ১৮ জুন আসামিরা পাহাড়ে ইসলাম ধর্ম প্রচার করার অপরাধে ধর্মপ্রচারক মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ঘটনায় রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামিকে ধরতে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। পলাতক অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস