জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের এক বাজারে আগুন লেগে মালামালসহ ৩ ক্রোকারিজ দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. খোকন মণ্ডল, হারুন অর রশিদ ও লুৎফর রহমান।
জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মো. খোকন মণ্ডলের ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ভয়াবহতা দেখে শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ও রাজবাড়ীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ক্রোকারিজ সামগ্রীর তিনটি দোকানসহ সমস্ত মালামাল পুরে ভস্মীভূত হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেন, আগুনে ভস্মীভূত তিনটি দোকান, নগদ টাকা ও মালামালসহ তাদের অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
এদিকে, খবর পেয়ে রাতেই রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউএনও সাথী দাস বলেন, আগুন লাগার কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি