ঢাকার ধামরাইয়ে আমতলা বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ধামরাই ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে ধামরাইয়ের আমতলা বাজার এলাকায় আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

