images

সারাদেশ

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক: ডা. তাহের

জেলা প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের কাছে মাথা নত না করে তিনি আপসহীন নেত্রী হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ফেনীর উন্নয়নের মাঝেই অমলিন থাকবেন খালেদা জিয়া

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত, মো. আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডা. খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় ডা. তাহের জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন।

প্রতিনিধি/এসএস