images

সারাদেশ

যশোরে বিশাল শোডাউনে অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিশাল জনসমাগম ও শোডাউনের মধ্য দিয়ে দুপুরে তিনি যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের দফতরে উপস্থিত হন। এ সময় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিতের সঙ্গে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা ইতিবাচকভাবে সামনে এগোতে চাই। আমি আশাবাদী যে বর্তমান নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার একটি সমতল নির্বাচনী মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করবে এবং সকল প্রার্থীর জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।’

দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা থাকলেও প্রচার-প্রচারণা বাড়লে পরিবেশ উৎসবমুখর হয়ে উঠবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিএনপি কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন—

y

দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অমিত তার বাবা ও সাবেক মন্ত্রী পরলোকগত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে যশোর কালেক্টরেট চত্বরে সমবেত নেতা-কর্মীদের নিয়ে তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জুলাই বিপ্লবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

amit

যশোর-৩ আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘ সময় পর সকল দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একেবি