শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সঙ্গে অমিতের মতবিনিময়

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

যশোরে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সঙ্গে অমিতের মতবিনিময়
বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরের ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে মতবিনিময় করেছেন যশোরের সর্বস্তরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জেলার সর্বস্তরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের আয়োজনে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খেলাধুলা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা যেমন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে, ঠিক তেমনই যুবসমাজকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে সহায়তা করার মধ্য দিয়ে সঠিক পথে পরিচালিত করে। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। মাদকের কালো থাবায় যুবসমাজ বিপথে পরিচালিত হয়েছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খেলাধুলাই হবে অন্যতম মাধ্যম।

আরও পড়ুন

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি চিন্ময় সাহা এবং জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাদ প্রমুখ।

জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ মতবিনিময় সভাটি পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথী, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসির টনি, এ এফ এম মঈনুদ্দিন, জিয়াউল হাকিম জিলু এবং ক্রীড়া সংগঠক আবুল বাশার সাইফুদ্দৌলা প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর