জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম মেহেদী হাসানের কাছে এ্যানি নিজেই তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জজকোর্টের (পি.পি) আহমদ ফেরদৌস মানিক, সদর উপজেলা (পূর্ব) আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরানসহ প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে এ্যানি বলেন, গণতন্ত্র প্রক্রিয়া, গণতন্ত্র পরিবেশ ও গণতন্ত্র ভিত শক্তিশালী হবে। এটাই আমাদের চাওয়া-পাওয়া প্রধান গতি। স্বতঃস্ফূর্ত পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছি ধানের শীষের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে সামনে আমাদের একটি লক্ষ্য আছে।
![]()
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ্যানি চৌধুরী।
লক্ষ্মীপুর প্রসঙ্গে এ্যানি বলেন, পরিকল্পিত লক্ষ্মীপুর, সুন্দর লক্ষ্মীপুর, সচেতন লক্ষ্মীপুর ও স্বনির্ভর লক্ষ্মীপুর বাস্তবায়ন হিসেবে গড়ে তুলতে চাই আমরা। আমাদের লক্ষ্মীপুর কৃষিভিত্তিক ও অর্থনৈতিক অঞ্চল সুপরিচিত রয়েছে।
প্রতিনিধি/এসএস