আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পৃথক দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ আসন থেকে জাপার ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচনের পথে এগিয়েছি। তবে নির্বাচনে যদি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হয়, তবে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি গুরুত্বের সাথে পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।’
নির্বাচন সুষ্ঠু হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করি, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় পার্টি বর্তমানে সরকার ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের সন্তান। তিনি প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা এবং দলের অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতির দায়িত্বেও রয়েছেন।
২০১৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় জয়লাভ করেন। রাজনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। এবার মহাসচিব হিসেবে তিনি গাইবান্ধার দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়াইয়ের ঘোষণা দিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

