images

সারাদেশ

রংপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আখতার হোসেন

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান মনোনয়নপত্র গ্রহণ করেন।

আখতার হোসেন এবারে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব। আখতার হোসেন কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ আখতার হোসেন।

আরও পড়ুন

রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম

এর আগে দুপুরে জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আখতার হোসেনকে এই সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

প্রতিনিধি/এসএস