সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নায়েবে আমির এ.টি.এম আজহারুল ইসলাম
মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী এ.টি.এম আজহারুল ইসলাম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে বদরগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র গ্রহণ করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জমান সুলতানা।


বিজ্ঞাপন


এর আগেও তিনি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি জামায়াতে ইসলামীর বর্তমানে নায়েবে আমির পদে দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

জামায়াতের সাথে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে: মঞ্জু

এদিকে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। অন্য প্রার্থীরা হলেন, রংপুর-১ (গংগাচড়া) আসনে রায়হান সিরাজী, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে এ.টি.এম আজহারুল ইসলাম, রংপুর-৩(সিটি কর্পোরেশন-সদর) আসনে মাহবুবার রহমান বেলাল, রংপুর-৫(মিঠাপুকুর) আসনে অধ্যাপক গোলাম রব্বানী ও রংপর -৬ (পীরগঞ্জ) আসনে মাওলানা নুরুল আমীন।

উল্লেখ্য, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আসন সমঝোতার কারণে এনসিপির প্রার্থী আখতার হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর