images

সারাদেশ

পটুয়াখালীতে ঘন কুয়াশা, দেখা মেলেনি সূর্যের

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

পটুয়াখালীতে ঘন মেঘ আর ঘন কুয়াশায় গত দুই দিনে দেখা মেলেনি সূর্যের। সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। কুয়াশার শিশিরে ভেজা থাকছে রাস্তাঘাট। দিনের বেলায়ও হেডলাইট জালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় ঘন ও হিম বাতাসে অনেকটা বেশি অনুভূত হচ্ছে শীত।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এমন ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর শ্রমিক, কৃষক, রিকশা, ভ্যান ও বাসসহ সকল ধরেনর যানবাহনের চালকরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন অনেকে। বড় দুশ্চিন্তায় পড়েছেন শীতকালীন সবজি চাষিরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

পটুয়াখালী আবহাওয়া অফিস মাহবুব রহমান সুখি জানান, গতকাল ঘন কুয়াশার জন্য সূর্য দেখা যায়নি। আজ কিছুটা তাপমাত্রা বেড়েছে তবে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/টিবি