images

সারাদেশ

চৌদ্দগ্রামে এক লরির পেছনে আরেক লরির ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে এক লরির পেছনে আরেক লরির ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নোয়াখালী কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে ও লরিচালক আব্দুল জব্বার (৩১) ও চর জববার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে ও চালকের সহকারী হেল্পার শাকিল (২২)।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে রোববার ভোরে উপজেলা ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি লরিকে পেছনে থাকা আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক মারা যান। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে মারা যান তিনি।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন বলেন, রোববার ভোরে ছুপুয়া এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনরা আসলে আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি