রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধামরাইয়ে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, ঢাকা (সাভার,ধামরাই)
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

ধামরাইয়ে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাওয়ার সময় মহাসড়কের বাথুলি এলাকায় এলে অপর দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লরি ও সেটির চালককে শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর