জেলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে জীবননগর থানাধীন মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ হাসানের মালিকানাধীন জাহিন সাইকেল শোরুমে অভিযান পরিচালনা করে এই অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মাদক কারবারির পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার
আটক গাজী জাহিদ হাসান পৌর ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর
আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়।
প্রতিনিধি/ এমইউ