বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক কারবারির পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

মাদক কারবারির পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের হাতে আটক মাদক কারবারির পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার পেটে আরও ২৫০ পিস ইয়াবা আছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শাজাহানপুরের বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহান (২৮) নামের ওই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

বুধবার রাতে ডিবি'র ইনচার্জ  ইকবাল বাহার এ বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, সোহান গাবতলীর বাইগুনি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে বগুড়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 


বিজ্ঞাপন


গোপন খবরের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বনানী বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেন, তিনি আটটি পুঁটলিতে ৫০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা গিলে খেয়ে পেটের ভেতর বহন করে এনেছেন।

পরে মোহাম্মদ আলী হাসপাতালে এক্সরে করে পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসকের সহায়তায় তিনটি পুঁটলি বের করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসক পেটের ভেতর থেকে বাকি ইয়াবা উদ্ধারের চেষ্টা করছেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর