images

সারাদেশ

‘সন্তানকে মানুষ করতে শিক্ষকের পাশাপাশি মা-বাবাকেও ভূমিকা নিতে হবে’

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

মানিকগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও ইবনেসিনা ট্রাস্টের ডিজিএম মোহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, শুধু শিক্ষকরা আপনার সন্তানকে পড়িয়ে মানুষ করতে পারবে না। আমরা মা বাবারা যদি নিজের সন্তানকে না পড়াই। স্কুলের শিক্ষক বা প্রাইভেটের শিক্ষকরা গুরুত্বপূর্ণ, কিন্তু তারা অন্যের সন্তানকে পড়ান। এজন্য শিক্ষকের পাশাপাশি মা-বাবাকেও সন্তানের পড়ানোর দ্বায়িত নিতে হবে। তবেই সন্তান প্রকৃত মানুষ হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মতলবপুর আদর্শ দাখিল মাদরাসার ১০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

তিনি আরও বলেন, আল্লাহর কাছে বলতে হবে, আমার এই সন্তানকে তোমার দিনের জন্য তৈরি করতে চাই। বাবা মাকে এই সন্তানকে মানুষের কল্যাণে কাজ করার জন্য পেরেশান থাকতে হবে। আমার টাকা পয়সা নাই এ কথা মন থকে মুছে ফেলতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বাচ্চাদের স্বপন দেখাতে হবে ভালো মানুষ হওয়ার, স্বপ্ন দেখাতে হবে, শ্রেষ্ঠ মানুষ হওয়ার। বাবা- মাকে তার সন্তানকে সব দিক থেকে শিক্ষিত করতে সন্তানদের ছোটবেলা থেকেই তাদের ইসলাম ও ভালো কাজের শিক্ষা দিতে হবে। স্কুল, কলেজ, মাদরাসায় ভর্তি করার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। যেমন করেছিলেন ইমাম সাফির মা তার সন্তানকে ভর্তি করার জন্য ঘুরে ঘুরে ইস্কুল চয়েজ করেছিলেন।

বাচ্চাদের ভালো মানুষ করতে বাবা মাকে শিক্ষিত হতে হবে এমন নয়। আমাদের ভালো, খারাপটা বুঝার মতো মন থাকলেই হবে। আপনার টাকা আছে কিনা এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনার (ভিশন) স্বপ্ন আছে কিনা। সে কারণে যদি চিকন চালের পরিবর্তে মোটা চাল খেতে হয়, ফুটপাত থেকে পোশাক কিনতে হয়, তবুও বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে কোনোভাবেই পিছপা হবেন না।

পরে, মতলবপুর আদর্শ দাখিল মাদরাসার ১০ বছর পূর্তি উপলক্ষে মাদরাসার আশপাশের ৬টি গ্রামের ৭০ জন নবজাতক পরিবার ও ৩০ জন নব-দম্পতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিনিধি/এসএস