শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

শেয়ার করুন:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কিশোরগঞ্জের ভৈরবের বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম। 

শুক্রবার বিকালে ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন বিএনপির সাবেক এই নেতা।


বিজ্ঞাপন


যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে সদ্য যোগদানকারী সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন এবং ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির শাজাহান সরকারসহ দলের অন্য নেতারা।

রফিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ভৈরব পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। এছাড়া তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে— হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও মসজিদ। 

ষাটের দশকে ছাত্র আন্দোলনের কর্মী রফিকুল ইসলাম ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক ছিলেন।  ১৯৭১ সালে কুলিয়ারচর-ভৈরব-কিশোরগঞ্জ অঞ্চলে সম্মুখ সমরে অংশ নেওয়া এক সাহসী বীর।


বিজ্ঞাপন


এর আগে, গত ১৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে আলোচনায় আসেন।

টিএই/এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর