images

সারাদেশ

তাড়াশে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে, আহত ২

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোওতা গ্রামের শহিদুল ইসলাম নিজ বসতবাড়ির সীমানায় বারান্দা নির্মাণের কাজ করছিল এমন সময় একই গ্রামের প্রভাবশালী আব্দুল আলীম, আব্দুল মতিন, আব্দুল হালিম, মো. শরিফ মো. মাসুদ রানা, তজির উদ্দিন পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র হাঁসুয়া, লোহার রড, লোহার পাইপ ও বাঁশের লাঠি নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে, শহিদুল ইসলামকে জোরপূর্বকভাবে বারান্দার কাজে বাঁধা প্রদান করে মারপিট করে। তাকে হত্যার উদ্দেশে হাসুয়া দিয়ে আঘাত করলে শহিদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে ছেলে কাওছার আলী (২৬) এগিয়ে আসলে তাকে ও পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আরও পড়ুন

কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৪

এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ জানান, ভর্তি হওয়া রোগীদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মনসুর আলী আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস