শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৪
কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৪। ছবি: ঢাকা মেইল

‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ  ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিস্ফোরণ হওয়া মাদরাসার ভবনটি থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎‎আহতরা হলেন— মাদরাসার পরিচালক শেখ আল আমিন,আছিয়া বেগম, উমায়েত ও আব্দুল্লাহ।

‎‎এ বিষয়ে ঢাকা জেলার এসপি মিজানুর রহমান বলেন, একটা মাদরাসায় বিস্ফোরণের পর কয়েকজন আহত হয়েছে। মাদরাসার রুমগুলোতে বিষ্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা বোম বানানোর কিছু সরঞ্জাম উদ্ধার করেছি। বোম্ব ডিসপোজাল ইউনিট সহ কয়েকটি সংস্থা কাজ করছে।

‎‎তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আমরা আরও বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর