images

সারাদেশ

কুমিল্লায় ১০ টাকায় শীতবস্ত্র, ক্রেতাদের ভিড়

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

গত তিনদিন ধরে কুমিল্লায় প্রচণ্ড শীত পড়ছে, দেখা নেই সূর্যের আলোর। হাড় কাঁপানো শীতে কুমিল্লায় জনজীবন দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, বৃদ্ধ ও শিশুরা শীতে কষ্ট পাচ্ছেন। কুমিল্লার মানুষের শীতের কষ্ট কমাতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত তারুণ্যের উদ্যোগে নামমাত্র ১০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

শনিবার (২৭শে ডিসেম্বর) সকালে কুমিল্লা কান্দির পাড় পুবালি চত্বরে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির এই ব্যতিক্রমী আয়োজন।

দেশ ও প্রবাসের মানবিক মানুষদের আর্থিক সহযোগিতায় অসহায়, হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছিল আলোকিত তারুণ্য সংগঠন।

শীতবস্ত্র নামমাত্র মূল্যে বিক্রি অনুষ্ঠানের চেয়ারম্যান মো. রাফি ভুঁইয়া বলেন, আজকের জন্যে আমরা দোকানদার, আর শীতবস্ত্র নিতে আসা সবাই ক্রেতা। নামমাত্র ১০ টাকা নিচ্ছি, যাতে কেউ এটাকে দান মনে করে নিতে লজ্জাবোধ না করে।

আরও পড়ুন

কুমিল্লায় দুই দিনব্যাপী ওরস শুরু

আলোকিত তারুণ্য সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক রাজন বলেন, আমাদের সংগঠন সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষ যেন মর্যাদার সঙ্গে শীতবস্ত্র পেতে পারে, এই লক্ষ্যেই আজ আমরা মাত্র ১০ টাকা মূল্যে শীতবস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছি।

এদিকে ১০ টাকায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। হতদরিদ্র আব্দুর রহিম বলেন, ১০ টাকায় এত সুন্দর কম্বল পাব আমরা কখনও ভাবিনি। এই প্রচণ্ড শীতে এটা আমার অনেক উপকারে আসবে।

1000479019

শীতবস্ত্র কিনতে আসা এক নারী বলেন, ১০ টাকা দিয়ে শীতের পোষাক ও কম্বল বিক্রি হবে শুনে এখানে এসেছি। পছন্দমতো শীতের কাপড় নিতে পেরেছি। খুবই ভালো লেগেছে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আলহাজ শাহ্ মোহাম্মদ আলমগীর খান বলেন, নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ। এ উদ্যোগের ফলে কারো এমন চিন্তা আসবে না যে আমাদেরকে ফ্রি দিচ্ছে। তারা নামমাত্র মূল্যে শীতের ভালো ভালো কাপড় কিনতে পারায় নিজেদের মধ্যে টকটি আত্মতৃপ্তি আছে। আমি এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই।

প্রতিনিধি/এসএস