জেলা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
বগুড়ায় গত কয়েক দিন থেকেই শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এর একদিন আগে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে সেই তাপমাত্রার রেকর্ড ভাঙল আজ।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ায় কয়েকদিন ধরেই শীতের প্রকোপ দেখা যাচ্ছে। শনিবার সকাল থেকেই জেলাজুড়ে ব্যাপক কুয়াশা এবং হিমেল বাতাস বইছে। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আগামী কয়েকদিন শীতের এমন তীব্রতা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন
এদিকে, পৌষের শুরুতেই হিমেল বাতাসের দাপট থাকলেও গত কয়েক দিন ধরেই সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ, সঙ্গে বইছে মৃদু বাতাস, যা মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। সকাল থেকেই মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হতে হয় দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, কৃষিশ্রমিক ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের। বাইরে লোকজন কম থাকা ও কাজ কমে যাওয়ায় আয় কমে গেছে এসব খেটে খাওয়া মানুষের।
প্রতিনিধি/এসএস