images

সারাদেশ

বরগুনায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেফতার করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রামের চরকগাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নাশির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন।

পুলিশ জানায়, অভিযানের সময় নাশির উদ্দিন নান্টুর কাছ থেকে ১৫ হাজার টাকা এবং জসিম উদ্দিনের কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলো এক হাজার টাকার নোট।

আরও পড়ুন

বরগুনায় দুর্ধর্ষ ডাকাতি, গৃহবধূকে কুপিয়ে জখম

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে। তারা কোনো সংঘবদ্ধ জাল নোট চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস