images

সারাদেশ

ভোলায় আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

ভোলা শহরের এক আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে শহরের কে জাহান মার্কেটের হোটেল ইন্টারন্যাশনালের ২০২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমির হোসেন লালমোহন উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার মৃত মহসিন তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং ঠিকাদার ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই হোটেলের ২০২ নম্বর কক্ষটি বুকিং নেন আমির হোসেন। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে হোটেল কতৃপক্ষ তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করেন। কিন্তু তাতেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ খবর দেয়। এরপর পুলিশ গিয়ে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সুরতাহাল প্রতিবেদনের বরাতে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি অজানা কোনো কারণে আত্মহত্যা করতে পারেন।

 

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশের এক টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/টিবি