চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে সুজন আলী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত যুবক চৌডালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাইনপাড়া গ্রামের নুহ আলীর ছেলে।
আরও পড়ুন: শৈলকুপায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন সুজন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মুলা খেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাব্বির রাবু বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

