জেলা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও ভেজাল খাদ্য সামগ্রী বাজারজাতের অভিযোগে একটি মিষ্টির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এসময় অনিয়ম ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় কারখানার স্বত্বাধিকারীকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভেজাল ঘি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নড়িয়া উপজেলার ঘোষপাড়া এলাকায় অবস্থিত 'মিষ্টি কানন' নামের একটি মিষ্টির কারখানায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে নড়িয়া উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, শরীয়তপুর।

অভিযানে নেতৃত্ব দেন নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য এবং পুলিশের একটি টিম।
অভিযানকালে কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য তৈরি ও বিপণন, এবং ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পরীক্ষার মাধ্যমে ব্যবহৃত ঘি ভেজাল বলে নিশ্চিত হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।
এসব অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় কারখানার স্বত্বাধিকারীকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভেজাল ঘি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
স্থানীয় সচেতন মহল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান আরও জোরদার হলে ভোক্তারা নিরাপদ খাদ্য পেতে আশ্বস্ত হবেন।
প্রতিনিধি/এসএস