চুয়াডাঙ্গায় উন্মুক্ত স্থানে ক্ষতিকর মেডিকেল বর্জ্য পুড়িয়ে পরিবেশ ও বায়ুদূষণ করার দায়ে বেসরকারি প্রতিষ্ঠান হেলথ এইড মেডিক্যাল সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে অবস্থিত হেলথ এইড মেডিক্যাল সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা লঙ্ঘন করে আসছিল, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ক্লিনিক কর্তৃপক্ষ যত্রতত্র মেডিকেল বর্জ্য পুড়িয়ে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে।
_20251224_175233446.jpg)
এ অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর বিধি ১২ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শরীফকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর বিধি ১৭ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুসারে সঠিকভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
_20251224_175246085.jpg)
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও নাইম হোসেন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

