উপজেলা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে ১০ ঘণ্টা নদীতে ভাসতে থাকা যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বদনার চরের কাছ থেকে উদ্ধার করা হয় ট্রলারটি।
এর আগে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়লে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ -এ কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে নৌ-পুলিশ গিয়ে জোয়ার আসার পর তাদেরকে উদ্ধার করে। এসময় ট্রলারে এক নারী, চার শিশু ও দুই পুরুষ ছিলেন।
উদ্ধার হওয়া জেলে পরিবারের প্রধান মো. রাজিব উদ্দিনের বাড়ি উপজেলার চরকিং চরবগুলা গ্রামে। রাজিব জানান, তার শ্বশুর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।
![]()
গতকাল বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ছোট এই ট্রলারে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশে ছেড়ে আসেন। সন্ধ্যার একটু আগে ট্রলারটি হাতিয়ার বদনার চরের কাছাকাছি এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ভাটির কারণে নদীতে পানি শুকিয়ে চরে আটকা পড়ে তারা। রাত হয়ে যাওয়ায় তীরে আসার মতো কোনো ট্রলার পাওয়া যায়নি। উপায় না পেয়ে ৯৯৯-এ কল দেন তারা। পরে নৌ-পুলিশ এসে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে তীরে পৌঁছে দেয়। পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।
এই বিষয়ে নলচিরা নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা বলেন, রাতে ৯৯৯ থেকে এই পরিবারটিকে উদ্ধার করতে বলা হয়। পরে নৌ- পুলিশের একটি টিম গিয়ে রাতভর অপেক্ষা করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশুসহ সবার বাড়ি চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।
প্রতিনিধি/এসএস