images

সারাদেশ

রাশেদ খানকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ-সদর আংশিক) ছেড়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ করেছেন কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। এ আসনে বিএনপির দলীয় তিন মনোনয়ন প্রত্যাশীর কাউকে মনোনয়ন না দেওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

thumbnail_1000166247

এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরও পড়ুন

ফেনী থেকে ঢাকায় যাবে বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরেছিল, তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। রাশেদ খান এই এলাকার ভোটার না। তাকে মনোনয়ন দিয়ে দল বিএনপির তৃণমূলের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

প্রতিনিধি/এসএস