প্রায় ১৮ বছর নির্বাসিত থাকার পর আগামীকাল দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় এ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ফেনীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিনই চলছে ফেনীর রাজপথে স্বাগত মিছিল, আনন্দ মিছিল। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে এ উপলক্ষ্যে চাঙ্গাভাব দেখা গেছে।
তারেক রহমানকে বরণ করতে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে ইতোমধ্যেই হাজার হাজার নেতাকর্মী ফেনী ছেড়েছেন। বুধ ও বৃহস্পতিবারও রাজধানীতে যাওয়ার জন্য পরিবহন নিশ্চিত করেছেন হাজার হাজার নেতাকর্মী।
বিজ্ঞাপন
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বচক্ষে দেখার জন্য পুরো দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়ার জেলা ফেনীর মানুষেরও আবেগ অনুভূতিতে ঢেউ লেগেছে। তারেক রহমান দেশে আসছে মানেই দেশে গণতন্ত্র আসছে। এ জন্য তারেক রহমানকে দেখতে ফেনী থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী রাজধানীতে যাচ্ছেন। এ জন্য দেড় শতাধিক বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, দীর্ঘ বছর পর নেতা আসছে এটা নিয়ে মানুষ ঊৎসাহিত ও উজ্জীবিত। আসন্ন নির্বাচনে একটি মুক্ত স্বাধীন অংশগ্রহণ মুলক নির্বাচন। যে নির্বাচনে প্রথম বারের মত নতুন প্রজন্ম ভোট দিবে। সে নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে আসছেন। এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন করার জন্য আমাদের এত প্রস্তুতি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাগত মিছিল এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/ এজে

