images

সারাদেশ

মেহেরপুরে ৯ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের, আহত ২

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

মেহেরপুরে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও বিকেলে জেলার সদর ও গাংনী উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

সকালে মেহেরপুর সদর উপজেলার আমদহ–টেংরামারি সড়কের আশরাফপুর গ্রামের একটি ইটভাটার পাশে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- লিজন (২৫) ও রকিবুল ইসলাম (২৬)। লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং রকিবুল সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামসুল হুদা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকশ্যামনগর থেকে মোটরসাইকেলযোগে লিজন ও রকিবুল আশরাফপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশরাফপুর ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয় এবং রকিবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী নেওয়ার পথে রকিবুলের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কুঠি) এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় তুহিন (৩০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হন। তিনি উপজেলার করমদি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিহত তুহিনের শাশুড়ি জানান, তার জামাই তুহিন তার স্ত্রী তমা (২২) ও এক বছর বয়সি মেয়ে তানহাকে নিয়ে লক্ষ্মীনায়ণপুর ধলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার আগে তারা মোটরসাইকেলে করে করমদি গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লাটাহাম্বা গাড়ি (সালো ইঞ্জিনচালিত) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তুহিনসহ সবাই গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তুহিনকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী তমা ও শিশু তানহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস