মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবক নিহত

বিয়ের এক মাসের মাথায় জীবিকার তাগিদে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হবিগঞ্জের আব্দুল মোহিত রাজন (৩০)। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় প্রায় সময় দুপুর ১টার দিকে রিয়াদের ইয়াসমিন এলাকার একটি সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি লরির চাপায় ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ লরিচালককে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


নিহত রাজন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন। পরে ২১ আগস্ট জীবিকার সন্ধানে সৌদি আরবে যান।

গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সেখানে থাকা তার সহকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর