images

সারাদেশ

হবিগঞ্জে অভিযানে ভারতীয় ২৯ বোতল মদ ও বিয়ার জব্দ

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল মদ ও ৫ বোতল বিয়ার জব্দ করেছে। যার মূল্য ৩৭ হাজার ২৫০ টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঔষধি বাগান নামক এলাকায় তল্লাশি করে। এতে মালিকবিহীন অবস্থায় বাগানের ঝোপঝাড়ের মধ্যে থাকা ভারতীয় ২৪ বোতল মদ ও ৫ বোতল বিয়ার জব্দ হয়। 

আরও পড়ু

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কঠোর নিরাপত্তা-ব্যবস্থা জোরদার

জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস