খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডারগার্ড বিজিবি। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। জোরদার করা হয়েছে অতিরিক্ত তল্লাশি কার্যক্রম।
সোমবার (২২ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গোলাম কিবরিয়া জানান, ঘৃণ্য অপরাধে জড়িত দুষ্কৃতিকারীকে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং অতিরিক্ত তল্লাশি চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, খুলনার ঘটনার সঙ্গে জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

