images

সারাদেশ

নেত্রকোনায় শয়নকক্ষে মিলল কৃষকের গলা কাটা লাশ

জেলা প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘরের শয়নকক্ষ থেকে হেলাল উদ্দিন (৫৮) নামের এক কৃষকের পা ও মুখ বাঁধা অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলী তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। ফিরে স্বামীকে গলা কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

স্ত্রী বেদেনা আক্তার বলেন, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাই। কিছুক্ষণ পরে ফিরে এসে গলা কাটা অবস্থায় তাকে (হেলাল) দেখতে পাই। এসমসয় তার পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

প্রতিবেশী বাবুল মিয়া বলেন, বেশ কয়েকদিন ধরে হেলাল উদ্দিন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গোয়াল করে বসবাস করতেন। আজ সকালে বসতঘরের শয়নকক্ষ থেকে হেলালের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার মুখ ও পা কাপড় দিয়ে বাধা অবস্থায় ছিল। ঘটনাটি রহস্যজনক। আমরা চাই পুলিশ দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীকে গ্রেফতার করুক।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি