রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শোবার ঘরে পড়ে ছিল মুক্তিযোদ্ধার গলাকাটা মরদেহ, রান্নাঘরে স্ত্রীর

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

ঘরে পড়ে ছিল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়িতেই এ হত্যাকাণ্ড ঘটে।


বিজ্ঞাপন


রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু ছাইয়ুম।

নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বণা রায় (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। রান্নাঘরে সুর্বনা রায়ের এবং শয়নকক্ষে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।

স্থানীয়দের ভাষ্য, ওই দম্পতি বাড়িতে একাই থাকতেন। যোগেশ চন্দ্র রায় ছিলেন শিক্ষক ও মুক্তিযোদ্ধা। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত।


বিজ্ঞাপন


কী কারণে এ হত্যাকাণ্ড- তা এখনো পরিষ্কার নয়। পুলিশ, ইউএনও এবং রংপুর ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৃশংস এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম বলেন, দুজনের মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে নানা দিক দিয়ে তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর