images

সারাদেশ

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে জরিমানা

জেলা প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

মেহেরপুরের গাংনীতে ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে মোহাম্মদ আলী (৩৫) নামের এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাংনী বাজারের কাথুলী মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

মোহাম্মদ আলী পৌর এলাকার চৌগাছা গ্রামের আনারুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, মাংসের মান যাচাই নিশ্চিত করতে গাংনী বাজারের কাথুলী মোড় এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে শাহেদ মাংস ভান্ডারের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমানসহ বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি টিম ও গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

প্রতিনিধি/টিবি