images

সারাদেশ

সাদুল্লাপুরে শহীদ হাদির স্মরণে দোয়া-আলোচনা

জেলা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার সাদুল্লাপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী যুব বিভাগ সাদুল্লাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন।

আরও পড়ুন

নবাবগঞ্জে ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

এসময় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এরশাদুল হক ইমন, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন, বাইতুলমাল সম্পাদক লিমন সরকারসহ অনেকে।

আলোচনা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/এসএস