শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবাবগঞ্জে ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার উপজেলার বাগমারা এলাকায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


এসময় বক্তারা বলেন , ওসমান হাদি সব সময় ইনসাফের কথা বলে গেছেন। তার রক্তের বিনিময়ে হলে আমরা তার খুনের বদলা নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা কাজ করে যাব। খুনিরা কোনভাবেই যাতে পার পেয়ে না যায় সেজন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। তাহলে হাদির আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি দেশের মানুষকে বিদেশি দাসত্ব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে গেছেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা

অনুষ্ঠানে আরও উপস্থিত নবাবগঞ্জ উপজেলা আমির অ্যাড. ইব্রাহিম খলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, বাহ্রা ইউয়িনের আমির মাওলানা কাজী মোকাররম হোসেনম জামায়াত নেতা  মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, ওহেদুল ইসলাম, জুবায়ের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের হাদির রুহের মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন ব্যারিষ্টার নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর