জেলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
দিনাজপুরের বিরলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. আব্দুর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসেন, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বাদল, ৪ নং শহরগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদের বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারি, জেলা এনসিপির সদস্য ও ছাত্রনেতা হারুন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রতিনিধি/এসএস