শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজ জেলা ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

নিজ জেলা ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জোহর বাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ওসমান হাদির স্মরণে দোকানপাট বন্ধ ঘোষণা

এসময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য দেন।

thumbnail_1000055659

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হত্যাকারীকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর