জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মাগুরায় ছাত্র সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ রোড হয়ে ভায়নার মোক গোল চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আজিজুর রহমান, রকিবুল ইসলাম, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সেলিম, মার্শাল জিহাদ, মোহাম্মদ হোসাইন, রাজিব মোল্লা, ওসমান গনি সাঈদীসহ ছাত্র সমাজের ছাত্র সমাজের প্রতিনিধিরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীব হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি করেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে ছাত্র সমাজের পক্ষ থেকে সৈয়দ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এসএস