শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে টাঙ্গাইলের সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর জালফৈ বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে প্রায় ঘণ্টাখানেক ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


thumbnail_1000036156

এর আগে টাঙ্গাইল পৌর শহরের টাঙ্গাইল প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয়। পরে মিছিলটি নিরালা মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে জালফৈ বাইপাসে এসে সমবেত হন এবং সেখানে তারা মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এতে টাঙ্গাইলের জুলাই যোদ্ধা আবু আহমেদ শেরশাহ, মাহাথির মো. খান ভাসানী, ইয়াসির আরাফাত নিলয়, সুমাইয়া আক্তার ইতি, নবাব প্রমুখসহ অন্যরা বক্তব্য দেন।

আরও পড়ুন

জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

thumbnail_1000036158

বক্তারা বলেন, পরিকল্পনাভাবে প্রতিবাদ জুলাই যোদ্ধা হাদী ভাইকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা বলব— স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ বর্তমান সরকারের অবশ্যই দায় রয়েছে। কেননা খুনিরা কীভাবে পালিয়ে যায়? আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

thumbnail_1000036159

তারা আরও বলেন, ২৪ এর ফ্যাসিবাদ আন্দোলনে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকার ব্যর্থ হলে ‘বিপ্লবী সরকার’ গঠন করা হবে। একইসাথে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টারও পদত্যাগের দাবি জানান তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর