images

সারাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে নড়াইলে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ভারত থেকে এনে ফাঁসি নিশ্চিত করা এবং নড়াইলে জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

এসময় মিছিল নিয়ে রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যায় শতাধিক ছাত্রজনতা। পরে তারা সেখানে রাস্তায় বসে ঢাকা-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে ছাত্রজনতা। পরে নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান ও নড়াইল সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মাজহারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

আরও পড়ুন

জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

অবরোধকালে বক্তারা জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। একই সাথে আওয়ামী পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন অবরোধ ও বিক্ষোভকারীরা।

thumbnail_IMG_20251219_183957

অবরোধ ও বিক্ষোভকালে উপস্থিত ছিলেন, নড়াইল  জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মুখ্য সংগঠক মো. তুহিন মোল্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলনসহ আরও অনেকে।

প্রতিনিধি/এসএস